সরকার থেকে সরলে মহা-হুমকি হয়ে দাঁড়াবেন ইমরান খান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৩, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সরকার থেকে সরলে মহা-হুমকি হয়ে দাঁড়াবেন ইমরান খান

newsup
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২২
সরকার থেকে সরলে মহা-হুমকি হয়ে দাঁড়াবেন ইমরান খান

নিউজ ডেস্কঃ বিরোধীদলগুলোর প্রতি হুশিঁয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, সরকার থেকে সরলে তিনি বিরোধীদের জন্য মহা-হুমকি হিসেবে আবির্ভূত হবেন।

রোববার পাকিস্তানের জাতীয় টেলিভিশনে লাইভ প্রশ্নোত্তরপর্বে ইমরান খান এমন হুমকি প্রদান করেন।

পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের আত্মবিশ্বাস থেকে বলেন, পাকিস্তানের মানুষ তার বিরুদ্ধে রাজপথে নামবে না, বিশেষ করে কলঙ্কিত বিরোধী দলগুলোর ডাকে।

এক প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি সরকার থেকে সরলে তোমাদের (বিরোধী দল) ওপর মহা-হুমকি হিসেবে আবির্ভূত হব। দপ্তরে বসে আমি তোমাদের প্রকাশ হওয়া নাটক দেখছি। কিন্তু যদি রাস্তায় নামি, তোমরা কোথাও পালাতে পারবে না।

শেহবাজ শরীফকে আক্রমণ করে ইমরান খান বলেন, পিএমএল-এন এর নওয়াজ শরীফ তেহরিক-ই লাব্বাইক পার্টির সঙ্গে বসতে রাজি ছিলেন, এমনকি বেলোচদের সঙ্গেও; কিন্তু তিনি কখনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও শেহবাজ শরীফের সঙ্গে বসেননি। কারণ শেহবাজ শরীফের সঙ্গে বসার অর্থ, শরীফ পরিবারের দুর্নীতির সঙ্গে আপস করা।

ইমরান খান বলেন, বিরোধী দলের সম্মানের একটা জায়গা আছে। কিন্তু আমি তাকে (শেহবাজ শরীফ) বিরোধী নেতা মনে করি না।  কারণ তিনি দেশের বিরুদ্ধে বিরাট অন্যায় করেছেন। এ সময় তিনি নওয়াজ শরীফকেও দেশে এসে তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ মোকাবেলার আহ্বান জানান।

বিরোধীদের সঙ্গে আপসের সম্ভাবনা নাকচ করে দিয়ে ইমরান খান বলেন, বিরোধী দলগুলোকে তিনি কখনো আপসের সুযোগ দিবেন না। কারণ এটা হলে দেশের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে।

ইমরান খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তার দল সরকারের মেয়াদ শুধু পূর্ণ করবে এমন না, বরং আগামীবারও সরকার গঠন করবে। এ সময় তিনি পাকিস্তানের জনগণকে তাকে সমর্থনের আহ্বান জানান। কারণ, বিরোধী দলগুলোর থেকে পাকিস্তানের মানুষকে তিনি বেশি চেনেন।

ইমরান খান বলেন, জনগণের উচিত তার জন্য বের হয়ে আসা। কারণ তিনি তাদের লুট হওয়া সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।