নিউইয়র্কে স্টারলিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস‘র ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা
২৪ এপ্রি ২০২২, ০৪:৩০ অপরাহ্ণ

নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস‘র আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল বুধবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন স্টার্লিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস‘র সিইও এবং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি। প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন ম্যানেজার মোহাম্মদ আলী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি‘র পিতা বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, আয়োজক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওহাব চৌধুরী জামি, কর্মকর্তা আবির, টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, এনওয়াইপিডির সিনিয়র ডিটেক্টটিভ অফিসার মাসুদ রহমান, পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামান, বিবিএ’র সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, সাবেক সভাপতি এ ইসলাম মামুন সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
ইফতারের পূর্বে তামজিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে ছাত্র-ছাত্রী অংশ নেয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। পরে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্টার্লিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস কমিউনিটি সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। কেবল ব্যবসাই নয়, আমরা সেবাকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানী ও কমিউনিটির সহযোগিতায় স্বল্প সময়ে আমাদের প্রতিষ্ঠানগুলো অনেক দুর এগিয়েছে। তিনি ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সকলকে তাদের সেবা নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্টার্লিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস বাংলাদেশী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান যা ইনকাম করবে তার একটা বেনিফিট কমিউনিটিও পাবে। তারা দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সকলকে স্টার্লিং ফার্মেসী, ডাইনামিক একাউন্টিং সার্ভিসেস এবং স্টারলিং ডায়গনস্টিকস‘র সেবা গ্রহনের আহবান জানান।
ইফতারের পূর্বে প্রতিষ্ঠানগুলোর উন্নতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন রোকন হাকিম। মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ গ্রহণ করেন।