ডেস্ক রিপোর্ট, ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সহজ শর্তে সরকারের দেওয়া ঋণ সুবিধা নিয়ে প্রতি জেলা ও উপজেলায় সিনেপ্লেক্স ও হল নির্মাণের মধ্য দিয়ে আগামী দেড়-দুই বছরের মধ্যে সারা দেশে কয়েকশ’ সিনেমা হল চালু হওয়া সম্ভব। আমরা চাই, আমাদের সিনেমা শিল্প বিশ্ব অঙ্গনে জায়গা করে নেবে। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন শতাধিক সিনেমা হল মালিক।
নতুন সিনেমা হল নির্মাণ ও সংস্কারে সরকার ঘোষিত এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিলের সুবিধা ও সুষ্ঠু ব্যবহার নিয়ে শতাধিক হল মালিক ও উদ্যোক্তার সঙ্গে ফলপ্রসূ এই সভা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এই সংবাদটি 1,235 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।