ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভূমধ্যসাগরের তীরে সাজ সাজ রব। সিনেমাকে উদযাপন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সাগরপাড়ের শহর। মঙ্গলবার (১৭ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের পর্দা উঠবে। কানসৈকতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভার্জিনি এফিরা। এদিন কান উৎসবের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাবেন তিনি! সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর স্টোরিস দেবেন বেলজিয়ান এই অভিনেত্রী।
এরমধ্যে থাকবে বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে উদ্বোধনী মঞ্চে হাজির হওয়ার জন্য তার মহড়াসহ নানান কিছু।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।