ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কেন ব্যর্থ হচ্ছে জাতিসংঘ

Daily Ajker Sylhet

newsup

১২ জুন ২০২২, ০১:৩৭ অপরাহ্ণ


ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে কেন ব্যর্থ হচ্ছে জাতিসংঘ

সম্পাদকীয়: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ইউক্রেন সফরের মধ্যে রাজধানী কিয়েভে রকেট হামলার পর নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। এ মন্তব্য বিপুল হতাশা, রাগ ও ক্ষোভের উৎস উল্লেখ করে অ্যান্তনিও গুতেরেস বলেন, খুব স্পষ্ট করে বলি, এ যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে নিরাপত্তা পরিষদ যে কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যান্তনিও গুতেরেস। জেলেনস্কি আগেও নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন। গুতেরেস বলেন, আমি এখানে প্রেসিডেন্ট আপনাকে এবং ইউক্রেনীয় জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়বো না। নিরাপত্তা কাউন্সিল অচল হয়ে পড়েছে বলে স্বীকার করে নিলেও গুতেরেস জানান জাতিসংঘ অন্য পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ইউক্রেনে জাতিসংঘের এক হাজার চারশ কর্মী রয়েছে।

তারা সহযোগিতা, খাবার, অর্থ এবং অন্যান্য সেবা দিতে কাজ করছে।  প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এ সফরের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে রাশিয়ার করা যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। ইউক্রেনীয় নেতা আরো একবার তার দেশে রাশিয়ার পদক্ষেপকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভের শেভচেনকো জেলার মধ্যস্থলে দুটি বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র জানিয়েছেন, এসব বিস্ফোরণে তিন জনকে হাসপাতালে নেয়া হয়েছে। যেসব স্থানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে ইউক্রেন অভিযোগ তুলেছে তার কয়েকটি পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ। পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।