ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চূড়ান্ত লড়াইয়ে নামবেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ আইনপ্রণেতাদের ভোটে সর্বোচ্চ ভোট পাওয়া এই দুই প্রার্থীর মধ্যে এবার একজন চূড়ান্ত ভোটে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। নির্বাচিত নেতা বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন। করোনা লকডাউনের নিয়ম ভঙ্গসহ নানা কেলেংকারিতে বিপর্যস্ত জনসন আইনপ্রণেতাদের সমর্থন হারানোর পর এই মাসে পদত্যাগে বাধ্য হন। বুধবার ঋষি সুনাক এক টুইটার পোস্টে লেখেন, ‘সহকর্মীরা আস্থা রাখায় আজ আমি কৃতজ্ঞ। সারাদেশে আমাদের বার্তা ছড়িয়ে দিতে আমি রাত দিন কাজ করবো’।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।