ডেস্ক নিউজ, ঢাকা: সাধারণত সপ্তাহ ঘুরলে পাল্টে যায় সিনেমার শিডিউল। পুরনোকে সরিয়ে আসে নতুন ছবি। তবে ব্যতিক্রমও ঘটে। এবারের ঈদের সিনেমা ‘দিন: দ্য ডে’ নামিয়ে দিয়ে মাঝপথেই পর্দায় ওঠানো হলো ‘হাওয়া’! ঘটনাটা ঘটেছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস-এ।
বিষয়টি স্বীকারও করেছেন তারা। ৩১ জুলাই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘হাওয়া’ সিনেমার জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের হলে। তাই আমাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ‘দিন: দ্য ডে’র শো বন্ধ থাকবে।
এই সংবাদটি 1,227 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।