বাজারে নতুন মোবাইল, স্মার্টঘড়ি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪৮, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাজারে নতুন মোবাইল, স্মার্টঘড়ি

newsup
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
বাজারে নতুন মোবাইল, স্মার্টঘড়ি

ডেস্ক নিউজ, ঢাকা: বাজারে এলো তিনটি নতুন মডেলের স্মার্টফোন। রিয়েলমির এই ফোনগুলোর মধ্যে দুটি সেট ৫জি সমর্থিত। এছাড়া ওয়ালটন নিয়ে আসছে দুটি মডেলের স্মার্টঘড়ি। রিয়েলমি তিনটি নতুন ডিভাইস রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি এবং প্যাড মিনি দেশের বাজারে এনেছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম-সহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাবে। এই ফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। রিয়েলমি প্যাড মিনি-তে থাকছে এই দামের মধ্যে ইউনিবডি ডিজাইন। থাকছে ৮.৭ ইঞ্চি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ডিভাইসটির নিখুঁত আকার এর ব্যবহারকারীদের বড় স্ক্রিনের ডিভাইসের চাহিদা পূরণ করবে। ৬৪০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির কারণে এর ব্যবহারকারীরা হঠাৎ চার্জ শেষ হয়ে যাওয়া থেকে চিন্তামুক্ত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।