লিজ ট্রাসের বক্তব্যকালে পরিবেশবাদীদের বিক্ষোভ

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৫ অক্টো ২০২২, ১২:০৭ অপরাহ্ণ


লিজ ট্রাসের বক্তব্যকালে পরিবেশবাদীদের বিক্ষোভ

লন্ডন প্রতিনিধি: কনজার্ভেটিভ দলের এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পরিবেশবাদীদের বিক্ষোভের সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। খবর বিবিসির। এসময় বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা দেখা যায়, এ জন্য কারা ভোট দিয়েছে? নিচে লেখা ছিল গ্রিনপিস। যদিও সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বিক্ষোভের সময় থেমে ছিলেন লিজ ট্রাস। এরপর ফের বক্তব্য শুরু করেন তিনি। এসময় জ্বালানি সংকট ও বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেন ট্রাস। গ্রিনপিস’ হচ্ছে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। যারা কোনো সংহিস আন্দোলনে বিশ্বাস করে না। মূলত সবুজায়ন, শান্তি ও যেসব বিষয় পরিবেশের জন্য হুমকি সেসব ইস্যুতে কাজ করে সংগঠনটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।