প্রধানমন্ত্রী কোনও জিনিস গোপন রাখেন না : নানক – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪৯, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রী কোনও জিনিস গোপন রাখেন না : নানক

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
প্রধানমন্ত্রী কোনও জিনিস গোপন রাখেন না : নানক

ডেস্ক নিউজ: আগামী বছর (২০২৩ সাল) সংকটের বছর হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোনও জিনিস গোপন রাখেন না। তিনি খোলামেলাভাবে মানুষকে বলেন। মানুষকে প্রস্তুতি নিতে বলেন। আগামী বছর হবে আন্তর্জাতিক সংকটের বছর। এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে।’
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু আর অবসরে যাওয়ার সময়, সেখানে অনেক বড় একটি তফাত রয়েছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের কর্মচঞ্চলতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।