ইন্টারন্যাশনাল ডেস্ক: দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার সর্বসম্মত সিদ্ধান্তে তোষাখানা দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন।
রায়কে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে। শুধু তা-ই নয়, রায়ের বিরুদ্ধে ইমরান খান ও তার সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে পিটিআই।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।