মোটা অঙ্কের ভাতা পাবেন লিজ ট্রাস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫৯, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মোটা অঙ্কের ভাতা পাবেন লিজ ট্রাস

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
মোটা অঙ্কের ভাতা পাবেন লিজ ট্রাস

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। তবে দেশটির নিয়ম অনুযায়ী বাকি জীবন তিনি সরকারি ভাতা পাবেন। জানা গেছে, বছরে তিনি এক লাখ ১৫ হাজার পাউন্ড পাবেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিজ ট্রাস ছয় সপ্তাহের মেয়াদে একটি ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। তাছাড়া এই সময়ে দলের সদস্যদের মধ্যেও চরম বিভাজন দেখা গেছে। যুক্তরাজ্যের ইতিহাসে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে কম সময় দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী।
তবে সবচেয় কম সময় দায়িত্বপালন করলেও পাবলিক ডিউটি কস্ট অ্যালাউন্সের অধীনে প্রত্যেক বছর তিনি এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। ১৯৯০ সালে ব্রিটিশ সরকার প্রবর্তিত আইন অনুসারে দেশটির সাবেক প্রধানমন্ত্রীদের জীবনযাত্রার জন্য ভাতা বরাদ্দ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীদের কার্যালয়, সাচিবিক খরচ ও জনসাধারণের প্রতি দায়িত্বপালনের জন্য এই ভাতা দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।