যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা রাশিয়ার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৪, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা রাশিয়ার

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা রাশিয়ার

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। ফোনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দুই প্রতিরক্ষামন্ত্রীর এই ফোনালাপকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিরল আলাপ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফোনালাপের বিস্তারিত জানা যায়নি। তবে উভয় পক্ষের তরফে এটা নিশ্চিত করা হয়েছে যে, ইউক্রেন ইস্যুতেই দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।