দক্ষিণ কোরিয়া শাখা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দক্ষিণ কোরিয়া শাখা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

newsup
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২
দক্ষিণ কোরিয়া শাখা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির আহ্বায়ক হলেন এম জামান সজল এবং সদস্য সচিব হলেন হারুনুর রশিদ হিরন। যুগ্ম আহ্বায়ক হলেন—হাসিবুল কবির হাসিব ও সেলিম রেজা রাজিব। যুগ্ম সদস্য সচিব ইমন রহমান অহি ও রুবেল খান।
সদস্যরা হলেন— মুনীর হোসাইন, রতন আহমেদ, ছোটন আহমেদ, সরকার জামান নলেজ, সম্রাট হাওলাদার রাজু, আলমগীর বিন সোলাইমান, জাহাঙ্গীর হোসেন, জুবলী জিয়া, দক্ষিণ কোরিয়া যুবদলের বর্তমান সভাপতি মোশারেফ হোসেন, সিদ্দিকুর রহমান, আবদুল হান্নান রিন্টু, আসাদুজ্জামান জুয়েল, জালাল হোসেন, ওয়াদুদ সরকার, লিয়াকত সরকার, মেহেদী মাসুদ, সম্রাট হোসেন স্বপন, মো. বায়জিদ আহম্মেদ, মনা দেওয়ান, কাইয়ুম শেখ, মো. সোহেল, কাউসার শেখ, এম এ কাশেম আলী, মামুন ঢালী, ওমর ফারুক বাপ্পি খান, শাহ আলম, মো. অভি, সুজন হাওলাদার, আবু ঈসা মো. আব্দুল্লাহ, কাইয়ুম চৌধুরী শুভ, ইসমে আজম ইমন, সামসুদ্দিন বাবু, মো. ইলিয়াস আলী, রুবেল রানা, মো. আলী, মামুন ওসমানী, মোহাম্মদ সালাউদ্দিন, আবু হানিফ তালুকদার, মাহবুবুর রহমান, রায়হান মিয়া, রাকিবুর রহমান, তারেকুল ইসলাম আপন, পুষ্পক কুমার ধর, ওমর আলী ও মো. রাসেল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code