দিল্লিতে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৪৩, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দিল্লিতে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা

newsup
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২
দিল্লিতে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা

ভারত প্রতিনিধি: ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাসে পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শ্বাস নেওয়াই দায়; ফলে দূষণের দৌরাত্ম্যে দিল্লির অনেক বাসিন্দাই অসুস্থবোধ করছেন।
রাজধানীর অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন, কারো বা চোখে জ্বালাপোড়া অনভূতির মতো উপসর্গ দেখা দিয়েছে, অনেকের কাশি-হাঁচি থামছেই না। এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় ক্রমশ বাড়ছে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ অক্টোবর দীপাবলি উৎসবের পর থেকে দিল্লিতে শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়ার অনুভূতি ও হাঁচি-কাশি— তিন উপসর্গ নিয়ে প্রতিদিন বহুসংখ্যক রোগী হাসপাতালে ভিড় করছেন। যত দিন গড়াচ্ছে, ততই রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের লম্বা লাইন দেখা গেছে। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, এই রোগীদের অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছেন।
অনেক দিন ধরে কাশি, হাঁচি হচ্ছে— এমন রোগীর সংখ্যাও সেখানে ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শিশু ও বয়স্করা তুলনামূলক ভাবে বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।