ওরা সবাই বিশ্বকাপ নেয়ার জন্য লড়বে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৪, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ওরা সবাই বিশ্বকাপ নেয়ার জন্য লড়বে

newsup
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২২
ওরা সবাই বিশ্বকাপ নেয়ার জন্য লড়বে

ডেস্ক নিউজ: বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ দেশ। সবারই লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। তবে চার বছরের জন্য মুকুট মাথায় করে রাখার তালিকায় মেসি-রোনালদো-নেইমার-বেনজেমাদের দেশ অন্যদের চেয়ে এগিয়ে। এরই মধ্যে কাতারে আসতে শুরু করেছে সবাই। কাতারে এখন শক্তির পার্থক্য দেখানোর ক্ষণগননা শুধু। মধ্যপ্রাচ্যের দেশটিতে মহানায়ক হবেন কে? এই প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প নেই।

সময় হিসাব করলে ট্রফির অন্যতম বড় দাবিদার লিওনেল মেসি। বলা হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। ৩৫ বছর বয়সে কম তো কারিকুরি দেখানো হলো না। এবার কাতারে তপ্ত মরুভূমিতে সুন্দর ফুটবল ফুটিয়ে চিরস্মরণীয় হয়ে থাকার পালা। একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে ক্লাব ফুটবলে এহেন কোনও টুর্নামেন্ট নেই তিনি জেতেননি। ব্যালন ডি’অর জিতেছেন সপ্তমবার। টানা ৩৬ ম্যাচ অপরাজিত তার দেশ আর্জেন্টিনা। সবশেষ ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা কাপ জিতে অনন্য অবস্থানে আছেন।

তাই বিশ্বকাপ জিতে কোটি সমর্থককে আনন্দে ভাসাবেন মেসি- এমনটি প্রত্যাশা আর্জেন্টাইনদের। আগামী ২২ নভেম্বর যাত্রা হচ্ছে আলবিসেলেস্তেদের। দোহাতে আর্জেন্টিনার যেমন সমর্থক রয়েছে, ঠিক তেমনি ব্রাজিলের কম নয়। তাই তো মেসির মতো আরেক বড় তারকা নেইমারকে ঘিরে প্রত্যাশার চাপ অনেক। শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার অপেক্ষায় থাকা ব্রাজিল এবার যে করেই হোক ট্রফি জিতে দেশে ফিরতে চাইছে।

মেসির মতো প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে দারুণ ফর্মে আছে নেইমার। ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত গোল করেছেন ৭৫টি। কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাপিয়ে শীর্ষে যাওয়ার মোক্ষম সময় তো এখনই। এছাড়া কাতারেই শেষ বিশ্বকাপ খেলা হচ্ছে ধরে নিয়ে স্মরণীয় হয়ে থাকার সুযোগ নিশ্চিত করে হাতছাড়া করতে চাইবেন না নেইমার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।