ইন্টারন্যাশনাল ডেস্ক: ছুরি নিয়ে এক নিরাপত্তারক্ষীকে হামলার দায়ে দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃতুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশজুড়ে চলা আন্দোলনের ঘটনায় ওই কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বড় একটি ছুরি নিয়ে একজন নিরাপত্তারক্ষীকে আহত এবং তেহরানের একটি সড়ক বন্ধ করায় দোষী সাব্যস্ত হন তিনি।
তাসনিমের প্রতিবেদনে জানা গেছে, আসামির আপিল খারিজও করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার নাম মোহসেন শেকারি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তেহরান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।