বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

newsup
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২
বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

লন্ডন অফিস: আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা চলাকালে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য ফ্রান্সজুড়ে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার নিরাপত্তা অভিযান প্রকাশ করেছেন। এই পরিকল্পনা অনুসারে, প্যারিসে পুলিশের উপস্থিতি থাকবে ব্যাপক। ফ্রান্স পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হলে শহরটিতে উদযাপনে অসংখ্য মানুষ জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্প-এলিসিস অ্যাভিনিউতে ৬ লাখ মানুষ নেচে-গেয়ে উদযাপন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।