ডেস্ক নিউজ: একটি ফিচারে পরিবর্তন এনেছে গুগল ভয়েস। এর মাধ্যমে যদি কোনও কলকে অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম মনে হয় তাহলে লাল সতর্ক বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি একটি পোস্টে গুগল জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্র্যাডিশনাল ফোন অ্যাপের মতো গুগল ভয়েসও কাজ করবে।
ভার্জ জানায়, যদি স্প্যাম কলের লেবেল আসে তাহলে ব্যবহারকারীর জন্য অপশন থাকবে নির্দিষ্ট করার জন্য কলটি আসলেই স্প্যাম কি না। যদি ব্যবহারকারী সেটাকে স্প্যাম হিসেবে নির্দিষ্ট করে তাহলে পরবর্তী কলগুলো আপনা-আপনি ভয়েস মেইলে স্থানান্তর হয়ে যাবে। কয়েক বছর হলো গুগল ভয়েসের এই ফিচার স্বয়ংক্রিয়ভাবেই স্প্যাম কলকে ভয়েস মেইলে রূপান্তর করে এবং ব্যবহারকারীকে কলগুলো রিসিভ করার বদলে স্ক্রিন করার সুযোগ দেয় শুধু। কিন্তু যারা অপরিচিত নম্বর থেকে প্রচুর কল গ্রহণ করে থাকেন তাদের জন্য ফিচারটি যন্ত্রণাদায়ক হাতে পারে। এখান থেকে বাঁচার জন্য ব্যবহারকারীকে সেটিংসের সিকিউরিটি থেকে স্প্যাম ফিল্টার অপশনটি বন্ধ করে দিতে হতো।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।