লন্ডন অফিস: নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরো ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া। ইংরেজি নতুন বছরের প্রথম দিন রবিবার দেশটি ইউরো ব্যবহার শুরু করে। একই সঙ্গে তারা ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। প্রায় এক দশক আগে ইইউতে যোগদানের পর এই দুটি পদক্ষেপ দেশটির জন্য বড় মাইলফলক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার দিবাগত রাতে বলকান রাষ্ট্রটি নিজেদের মুদ্রা কুনাকে বিদায় জানায় এবং ইউরো ব্যবহারকারী ২০তম দেশে পরিণত হয়। ক্রোয়েশিয়া এখন পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলের ২৭তম দেশ। এমন পাসপোর্টমুক্ত অঞ্চল এটিই বিশ্বে সর্ববৃহৎ। এর ফলে ইইউ’র ৪০ কোটির বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।