শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা

newsup
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা

ডেস্ক নিউজ: এ বছরের টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইভেন্ট ‘কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো’ বা সিইএস শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হবে রবিবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবার আশা করা যাচ্ছে ইতোপূর্বের মহামারিকাল অনেকটা কাটিয়ে উঠবে শোটি।

এপি নিউজ জানায়, শোটির মিডিয়া প্রিভিউ চলে মঙ্গল ও বুধবার। এরপর শুরু হয় চার দিনের এই শো।

সংবাদমাধ্যমটি জানায়, এবারের ইভেন্টে অংশ নিয়েছে প্রায় তিন হাজার প্রতিষ্ঠান। আয়োজকদের আশা, এবার অন্তত এক লাখ মানুষের উপস্থিতি ঘটবে মেলায়। যেখানে ওমিক্রনের প্রভাবে গতবার ৭০ শতাংশ উপস্থিতি কমে গিয়েছিল। আর তার আগেরবারের মেলা হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। তবে এবার একলাখ মানুষের উপস্থিতি হিসাব করলেও সেটি মহামারির আগের তুলনায় ৪১ শতাংশ কম হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।