ডেস্ক নিউজ: অনিশ্চিত অর্থনীতি এবং মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের কারণে এবার ১৮ হাজারের ওপরে কর্মী ছাটাই করবে অ্যামাজন। সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি জেসি তার কর্মীদের দেওয়া এক বিবৃতিতে বলেন, অ্যামাজন ১৮ হাজারের ওপরে কর্মী বাদ দেবে। নভেম্বরে জানানো পরিকল্পনার পরে আমরা নতুনভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, গত নভেম্বরে প্রতিষ্ঠানটি ১০ হাজার কর্মী বাদ দেওয়ার ঘোষণা দেয়।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এটি অ্যামাজনের মোট তিন লাখ কর্মীর অনুপাতে ছয় শতাংশ। সেই সঙ্গে এটি আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বড় কর্মী ছাটাইয়ের ঘটনা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।