হাথুরুসিংহেকে কোচ ঘোষণা বিসিবির – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

হাথুরুসিংহেকে কোচ ঘোষণা বিসিবির

newsup
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩
হাথুরুসিংহেকে কোচ ঘোষণা বিসিবির

ডেস্ক নিউজ: নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পর থেকেই এটা নিশ্চিত হয়ে যায় যে, বাংলাদেশে আবার হেড কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। দিন ভর তাকে নিয়ে গুঞ্জনের পর মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে ফিরছেন তিনি।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব সামলেছেন। নতুন দায়িত্বে আগামী ফেব্রুয়ারি থেকেই যোগ দিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফের যুক্ত হতে পেরে লঙ্কান এই কোচ ভীষণ রোমাঞ্চিত। বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশকে দলকে পুনরায় কোচিং করার সুযোগ দেওয়ায় সম্মানিতবোধ করছি। যখনই সেখানে গিয়েছি, বাংলাদেশের মানুষের উষ্ণতা ও সংস্কৃতির প্রেমে পড়েছি। আমি আবারও ছেলেদের সঙ্গে কাজ করতে এবং তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।