দাম বেড়েছে রসুন ডিম ও ব্রয়লার মুরগির – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

দাম বেড়েছে রসুন ডিম ও ব্রয়লার মুরগির

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
দাম বেড়েছে রসুন ডিম ও ব্রয়লার মুরগির

ডেস্ক নিউজ: আমদানি করা নতুন রসুনের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। রাজধানীতে ব্যবসায়ীরা গত সপ্তাহে ১৩০ টাকা কেজির রসুন এই সপ্তাহে বিক্রি করছেন ১৬০ টাকা দরে। ডিমের হালিতে দাম বেড়েছে তিন থেকে চার টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। ক্রেতারা বলছেন, পবিত্র রমজান মাস যত ঘনিয়ে আসছে, জিনিসপত্রের দাম ততই বাড়ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে। গত সপ্তাহে এই মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি। আর সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় মুরগির খাবারের দামও বেড়েছে। ফলে মুরগির দামও বেড়ে গেছে।

জানা গেছে, গত বছরের আগস্টের পর থেকে দফায় দফায় ফিডের দাম বাড়ার কারণে অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছেন। এতে মুরগির সংকট দেখা দেওয়ায় ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম বেড়ে গেছে। এদিকে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা, যা আগে ছিল ১২৫ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।