ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, ইউক্রেনে পশ্চিমাদের আরও অস্ত্র পাঠানোর পরিণতি হবে ভয়াবহ। সাংবাদিক নাদানা ফ্রিড্রিসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিয়েভের অধীনে থাকা পুরো ইউক্রেন পুড়ে যাবে।
ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দুইশ কোটির বেশি মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, শুক্রবার (৩ জানুয়ারি) এ বিষয়টি জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
এরপরই এমন সতর্কবার্তা দিলেন মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বিতর্কিত মন্তব্য করে নিজেকে আলোচনায় রেখেছেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।