মক্কায় সেই বাইকার ওমরাহযাত্রীদের বিশেষ অভ্যর্থনা – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মক্কায় সেই বাইকার ওমরাহযাত্রীদের বিশেষ অভ্যর্থনা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
মক্কায় সেই বাইকার ওমরাহযাত্রীদের বিশেষ অভ্যর্থনা

ডেস্ক নিউজ: ২২ দিনে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন ক্রস রুট ক্লাব নামে পাকিস্তানি ২৫ বাইকারের একটি দল। পাকিস্তানের লাহোর থেকে ইরান, আরব আমিরাত হয়ে তারা মক্কায় পৌঁছান।

লাহোর থেকে ৬ জানুয়ারি ওমরাযাত্রা শুরু করে এবং ২৮ জানুয়ারি মক্কায় পৌঁছায় বাইকারদের দলটি । তারা ১৯ দিন সৌদি আরবে অবস্থান করবেন। খবর আরব নিউজের।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। ওমরাহযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় দলটি।

ওমরাহযাত্রী মুহাম্মদ খান বলেন, ‘ক্রস রুট ক্লাবের সভাপতি মুকাররম তারিন এই বাইক ভ্রমণের উদ্যোগ নেন। মূলত ২০১৯ সালে আমরা বাইকে করে মক্কায় এসে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলাম।

করোনা মহামারির কারণে তা স্থগিত থাকে। এরপর প্রথম সুযোগেই আমরা তা লুফে নিই। সৌদি প্রবেশের পর থেকে স্থানীয়রা আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। সবার বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতায় আমরা সবাই মুগ্ধ। পর্যটন বিকাশে সৌদির কর্মপন্থা আমাদের যাত্রাকে আরো সহজ করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।