লন্ডন প্রতিনিধি: ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্ক সংকেতের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের স্বাগত জানাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে এই সম্মেলনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা ও ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইইউ’র নির্বাহী কমিশনের প্রধানসহ ২৭টি দেশের নেতারা কিয়েভে এই সম্মেলনে মিলিত হচ্ছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার প্রথম বার্ষিকীতে কিয়েভের প্রতি সমর্থন জানাতে তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
ইইউ চেয়ারম্যান চার্লস মিশেল টুইটারে লিখেছেন, আমাদের সহযোগিতা শেষ হবে না। ইইউতে ইউক্রেনের যোগদানের প্রতিটি ধাপে আমরা সমর্থন জানিয়ে যাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।