তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৫, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জনে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৯ জনে। আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০ হাজার ৫৩৪ জন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২৫ হাজার জরুরি সেবার কর্মী কাজ করছেন। সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ জনে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আহতের সংখ্যা অন্তত ৩ হাজার ৬৪৯ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।