কোন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কোন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩
কোন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে

ডেস্ক নিউজ: সপ্তাহটি কোনো সাধারণ সপ্তাহ নয়। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরু, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি রোমান্টিক ভ্যালেন্টাইন্স ডে দিয়ে। তাই এই রোমান্টিক সপ্তাহের প্রথম দিনটি অনেকের জন্যই বিশেষ। মিষ্টি গন্ধযুক্ত গোলাপ দিয়ে শুরু হয় সপ্তাহটি, যা ভালোবাসার কালজয়ী প্রতীক।

যদি এই ভ্যালেন্টাইনস সপ্তাহে কারও প্রতি ভালোবাসার প্রকাশ করতে চান তবে ৭ ফেব্রুয়ারি একগুচ্ছ তাজা গোলাপ দিয়ে জানান দিতে পারেন। যদি আপনি তার থেকে দূরে থাকেন তবে গোলাপের ইমোজি দিয়েও আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন। তবে সরাসরি গোলাপ পাঠানোই সব থেকে ভালো।

অনেকেই এই দিনগুলো উদযাপন করা নিয়ে মজা করে থাকে। তবে কোনো বিশেষ দিন বা সময় যদি আপনাকে ভালোবাসা প্রকাশের সুযোগ দেয় তাহলে গ্রহণ না করার কিছু নেই। তাই ভালোবাসার এই সপ্তাহ পালন করে আপনি যাকে ভালোবাসেন তাকে স্পেশাল অনুভব করাতেই পারেন।

তবে আপনি কি জানেন রঙের ওপর ভিত্তি করে একেকটি গোলাপ একেক অর্থ বহন করতে পারে? আপনি সেসব অর্থের ওপর ভিত্তি করে প্রিয় মানুষকে গোলাপ উপহার দিতেই পারেন। এমনকী আপনি নিজেকেও দিতে পারেন। কারণ নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক কোন রঙের গোলাপ কী অর্থ বহন করে-

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।