টাংগাইল জেলা সমিতির আয়োজনে তূষার ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

টাংগাইল জেলা সমিতির আয়োজনে তূষার ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৩
টাংগাইল জেলা সমিতির আয়োজনে তূষার ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ইতালি : বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপের দেশগুলোতে আবহাওয়ায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।প্রচণ্ড শীতে ইউরোপের দেশগুলো যখন কাবু হওয়ার কথা, তখন তাপমাত্রা ছিল সহনীয়।ফেব্রুয়ারির শুরুতে শীতে কাবু পুরো ইউরোপ।তাইতো প্রবাসী বাংলাদেশিরা তুষারপাত দেখতে ঘুরে বেড়ায় বিভিন্ন কেন্দ্রগুলোতে।

ইতালি রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শীতকালীন তূষার ভ্রমণে শামিল হয়।টাংগাইল জেলা সমিতি ইতালীর উদ্যোগে কাম্পো ফেলিসে অনুষ্ঠিত হয় এই শীতকালীন তূষার ভ্রমণ।ইউরোপের দেশ গুলোর প্রতিটি শহর শীতে কাবু সেই সাথে পড়ছে তুষার। কালো পাহারগুলো সাদা শহরে পরিণত হয়েছে।

টাঙ্গাইল জেলা সমিতি ইতালি আয়োজনে এই তুষার ভ্রমণে টাংগাইল জেলা সমিতি ইতালীর সভাপতি রেজাউল করিম রিপন, সিনিয়র সহ সভাপতি আসিফ আহমেদ আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তুষার ভ্রমণে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, মাসুদুর রহমান সিদ্দিকির প্রতি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,শহিদুল ইসলাম সুরুজ, আবুবকর তালুকদার, বিপ্লব হোসেন, ফরমান আলী, মন্তাজ আলী খান তুহিন।
সার্বিক তত্বাবধায়নে ছিলেন, সাইফুল ইসলাম, খন্দকার তোফাজ্জল হোসেন, ইব্রাহীম হোসেন, শহিদুল ইসলাম লিটু, খোরশেদ আলম।সর্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আহসান হাবিব মুসা, তালুকদার তিতাস, খালেকুজ্জামান মন্টু মিয়া, সাদ্দাম হোসেন, মিয়া বাবুল, সাগর ভূইয়া।এছাড়া আরও উপস্থিত ছিলেন
রাসেল মিয়া, আবু ইউসুফ, আবু হানিফ, মোঃ সুজন, মোঃ ইমন, সহ আরও অনেকে।ব্যতিক্রম ইতালির রাজধানী রোমে শীত থাকলেও নেই বরফের দেখা। তাইতো রোম প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর বরফের চাদরে আচ্ছাদিত শহরে শীতকালীন তূষার ভ্রমণে যায় রোমের পার্শ্ববর্তী শহর কাম্পো ফেলিসে।
শীতকালীন পর্যটকদের জন্য খুবই পছন্দের যায়গা। ক্যাবল কারের মাধ্যমে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় উঠে বরফের সাথে খেলা করে পর্যটকরা।রোম প্রবাসী বাংলাদেশিদের শীতকালীন তুষার ভ্রমণের জন্য বেশ পছন্দের এই যায়গাটি।
ঘুরতে আসা টাংগাইল জেলা সমিতি ইতালির রোম প্রবাসী বাংলাদেশিরা বলেন, যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বেরিয়ে এসে আমরা একটু আনন্দ খুঁজে বেড়াই এখানে ইতালির বিভিন্ন শহরের সন্নিকটে এ ধরনের তুষারপাতের স্পট রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।