জাতির বিবেকের কাছে প্রশ্ন ? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জাতির বিবেকের কাছে প্রশ্ন ?

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩
জাতির বিবেকের কাছে প্রশ্ন ?

শাহ ফরিদ : স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, লাল সবুজ পতাকা উপহার দেয়া জাতির সূর্য সন্তান, ১৯৭১ সনের মুক্তি যুদ্ধ রনাঙ্গনে লালমনিরহাট জেলা কমান্ডের ৬ নং সেক্টরের ডেপুটি চিফ কমান্ডার, বীর মুক্তি যোদ্ধা, সমাজ সেবী, সদা হাস্যজ্জল, সাদা মনের মানুষ, পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( প্রিন্সিপাল ) , ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন এর পরিচালক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নিত্যসহচর, অত্যন্ত আস্থা ভাজন, বাংলাদেশের প্রথম পার্লামেন্টারিয়ান মেম্বার, মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক
বীর মুক্তি যোদ্ধা প্রয়াত আবিদ আলীর স্নেহ ধন্য ছোটো ভাই মোঃ ওয়াজেদ আলী বীর মুক্তি যোদ্ধাকে আততায়ীর হাতে সন্ত্রাসী হামলায় নিহত হতে হয়, এই দুঃখ, কষ্টো, লজ্জা রাখি কোথায় ??

এই মহান বীর মুক্তি যোদ্ধার নৃশংস হত্যা, গোটা পাটগ্রাম, লালমনিরহাট জেলা তথা বাংলাদেশ ও বাঙ্গালী জাতির বিষম লজ্জার ও পরাজয় ।
গত ২০শে জানুয়ারী ২০২৩ইং শুক্রুবার, আনুমানিক রাত ১০ ঘটিকার সময় পাটগ্রামের নিজ বাস ভবন প্রবেশদ্বারের ১০০/২০০ গজের সীমানায় মধ্যযুগীও পন্থায়, আততায়ীর হাতে অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহত হন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন🤲
মরহুমের বিদ্বেয়ি আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি । আল্লাহ্‌পাক মরহুমের পরিবারের সকল সদস্যকে এই শোক সহিবার ও ধৌয্য ধারন করার ক্ষমতা দান করুন । 🤲
এই জঘন্য, নৃশংস, বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, ধিক্কার ও নিন্দা জানাই ।।

অভিলম্বে জড়িত খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার,সুষ্ঠু বিচার ও সর্বচ্চ শাস্তি ফাঁসির, জোর দাবি করছি ।

সন্ত্রাস মুক্ত পাটগ্রাম চাই, সৎ মানুষ, ভাল মানুষ, গরীব, কৃষক, শ্রমিক, জাতি, ধর্ম, বর্ণ,সকল পেশাজীবী মানুষের পরম নির্ভরতার বন্ধু, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, লাল সবুজ পতাকা উপহার দেয়া মহান বীর যোদ্ধা ( মোঃওয়াজেদ আলী ) হত্যার সুষ্ঠু বিচার চাই, জড়িত খুনি, আশ্রয়, প্রশ্রয় ও মদদ দাতা সকলের সর্বচ্চ শাস্তি ফাঁসি চাই ।

লেখক : শাহ ফরিদ, সামাজিক ব্যক্তিত্ব নিউইয়রক ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।