ত্বক শুষ্ক হলে যা করণীয় - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ত্বক শুষ্ক হলে যা করণীয়

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ত্বক শুষ্ক হলে যা করণীয়

ডেস্ক নিউজ: শীতে ত্বক শুষ্ক হওয়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। তবে অতিরিক্ত শুষ্ক ত্বক কখনো কখনো চর্মরোগেরও কারণ হতে পারে। তাই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনা জরুরি।

আসলে শরীরে পানিশূন্যতা দেখা দিলে ত্বকেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। তার উপরে ত্বকে যদি পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা না হয় তাহলে শুষ্কভাব, চামড়া ওঠা, ফেটে যাওয়া কিংবা লালচে ফুসকুড়ি ইত্যাদি সমস্যা দেখা দেয়।

শুধু শুষ্ক ত্বকেই নয় তৈলাক্ত ত্বকেও আর্দ্রতার অভাব হতে পারে। পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার না খেলে ডিহাইড্রেশন হতে পারে। আবার আবহাওয়ার কারণেও ত্বকে শুষ্কভাব দেখা দিতে পারে।

তবে অনেকেই বুঝতে পারেন না যে তার ত্বক আর্দ্রতা হারিয়েছে। কয়েকটি লক্ষণ দেখে অবশ্য টের পেতে পারেন আপনার ত্বক আর্দ্রতা হারিয়েছে কি না-

১. খসখসে ত্বক
২. চুলকানি
৩. লালচে ভাব
৪. বলিরেখা ও
৫. নিস্তেজতা।

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়েছে কি না তা পরীক্ষা করতে দুটি আঙুল দিয়ে ত্বকে চিমটি কাটুন ও দেখুন ত্বকের রং ফ্যাকাশে দেখাচ্ছে কি না।

যদি স্থানটি ফ্যাকশে হয় আর ত্বকের রং স্বাভাবিক হতে সময় লাগে তাহলে বুঝবেন আপনি পানিশূন্যতায় ভুগছেন। আর এ কারণেই ত্বক আর্দ্রতা হারাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।