ই-সিম নিয়ে এলো রবি - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ই-সিম নিয়ে এলো রবি

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
ই-সিম নিয়ে এলো রবি

ডেস্ক রিপোর্ট: গ্রাহকদের জন্য ই-সিম চালু করলো রবি। রবির ৪.৫জি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন তথ্য জানিয়েছে রবি।

ই-সিম ব্যবহার করে রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন। ই-সিম চালু করতে গ্রাহকদের রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

ই-সিম যেহেতু ভার্চুয়াল ধরনের, তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।