ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

newsup
প্রকাশিত মার্চ ১১, ২০২৩
ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইতালি প্রতিনিধি: মালিক মনজুর ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে কে সামনে রেখে ৮ মার্চ পালন করেছে আন্তর্জাতিক নারী দিবস। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।

নবজাগরণ নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সহ সাংগঠনিক সম্পাদক ফারহানা ইয়াসমিন নুপুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, নব জাগরণ নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মে হানি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ফরিদা ইয়াসমিন স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, নারী সংস্থার সহ সভাপতি জাকিয়া উল্লাহ ও বিশিষ্ট নারী সাংবাদিক লাবন্য চৌধুরী সহ রোমের বিভিন্ন সংগঠনের সম্মানিত নারী নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করণ, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্যের কথা বলেন।

এছাড়াও আয়োজনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা ফেরদৌস মীরা, যুগ্ম সাংগঠনিক নুসরাত জাহান বুবলি ও প্রচার সম্পাদক তানিয়া হোসাইন সহ বাবলি চৌধুরী, মেহেনাজ তাব্বাসুম শেলি, নার্গিস আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন।
তুসকোলানায় অনুষ্ঠিত সভায় রোম প্রবাসী নারীরা বলেন, বাংলাদেশ এবং ইতালির রাজনৈতিক অঙ্গনে সরকারী ও বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছে নারী। একজন নারী যেমন প্রসব ব্যথা সহ্য করে প্রজন্মের জন্ম দেয়, ঠিক তেমনি নিজ যোগ্যতায় আজকের পৃথিবীকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে তারা। এখন নারী মানেই সম্পূর্ণা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।