ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান দলটির সমর্থকদের বাড়ি থেকে ‘বেরিয়ে আসার’ আহ্বান জানিয়েছেন। এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন পুলিশ লাহোরে তার বাড়ি জামান পার্ক ঘিরে রেখেছে তাকে গ্রেফতারের জন্য। একই সঙ্গে পিটিআই সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
টুইটারে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, পুলিশ তাকে গ্রেফতারের জন্য এসেছে। তিনি বলেন, তারা মনে করছে আমাকে গ্রেফতারের পর দেশ ঘুমিয়ে পড়বে। তাদেরকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।