ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে বোমার আঘাতে বর্ণনার অযোগ্য হয়ে পড়া ছোট একটি ঘর থেকে নিজের ব্যাটালিয়নকে নেতৃত্ব দিচ্ছেন আন্দ্রি টুমান। ‘ফগ’ বা কুয়াশা ছদ্মনামের এই সামরিক কর্মকর্তা ক্রমশ তীব্র হয়ে ওঠা রুশ হামলা প্রতিহত করতে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন।
লুহানস্ক অঞ্চলের দক্ষিণে অবস্থিত বাখমুত শহর দখলের লক্ষ্যে সাত মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। এখানে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করেছে রুশ বাহিনী। শহরটির অর্ধেক বা পূর্বাংশ দখলে নিয়েছে তারা। তিন দিক ঘিরে ফেললেও বাকি রয়েছে উত্তর দিক। এটিই একমাত্র পথ যা দিয়ে ইউক্রেনীয় সেনারা রসদ ও সরঞ্জাম পেতে পারে।
কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাকর্মীরা টুমানকে ব্যাপক হতাহতের কথা জানিয়েছেন। যা প্রমাণ করছে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে চলমান লড়াইয়ে উভয়পক্ষকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।