ডেস্ক নিউজ: ঢালিউড তারকা শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ। তার প্রযোজিত নির্মাণাধীন ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিং চলাকালীন শাকিবের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও অভিযোগ তার। বুধবার (১৫ মার্চ) বিকালে এসব অভিযোগের ফিরিস্তি লিখিত আকারে জমা দেন চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে।
এরপরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ঢালিউড পাড়ায়। বিষয়টি নিয়ে বিলম্ব না করেই অভিযোগকারী প্রযোজকের সঙ্গে দেখা করেছেন শাকিব খান। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে তারা একটি রেস্তোরাঁয় বৈঠক করেছেন। অভিযোগের বিষয়ে সমাধান নিয়েও আলোচনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি খবরটি নিশ্চিত করেছেন। খসরু বলেন, ‘সমাধান হয়নি কিছু। তবে সমাধানের লক্ষ্যে আমরা আজ বিকালে বসেছি। চেষ্টা করছি সমাধানের। এই চেষ্টা অব্যাহত থাকবে।’
খসরুর দেওয়া তথ্য অনুসারে, অভিযোগকারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শাকিব খান। নিজের জায়গায় এখনও অনড় রয়েছেন সেই প্রযোজক।
ওদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, তারা স্বাভাবিক নিয়মে শিল্পী তথা শাকিব খানকে অগ্রাধিকার দেবেন। তবে আপাতত বিষয়টি নিয়ে কিছুই ভাবছে না সংগঠন। কেননা সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন রয়েছেন দেশের বাইরে। দিন চারেক পর তিনি দেশে ফিরবেন। এরপরই এ বিষয়ে সাংগঠনিক বৈঠক হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।