ট্রাম্প বললেন ‘আই এম ব্যাক' - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১৬, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ট্রাম্প বললেন ‘আই এম ব্যাক’

newsup
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
ট্রাম্প বললেন ‘আই এম ব্যাক’

আমেরিকা অফিস: ফেসবুক, টুইটারসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর গত বছর কোম্পানিগুলো তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু এরপরেও নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’ নিয়েই ছিলেন ট্রাম্প। তিনি আদৌ টুইটার বা ফেসবুকে ফিরবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল সমর্থকদের মধ্যে। অবশেষে শুক্রবার ফেসবুকে দুই বছরেরও বেশি সময় পর পোস্ট করলেন ট্রাম্প। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আই এম ব্যাক’ অর্থাৎ, আমি ফিরে এসেছি।

ফেসবুকে ট্রাম্পের এই ফিরে আসা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তাই নিজের পক্ষে প্রচারণা শুরু করতে সমর্থকদের সঙ্গে বেশি বেশি যুক্ত হতে চাইছেন ট্রাম্প। রিপাবলিকান নেতারা বহুদিন ধরেই ট্রাম্পের ফেসবুক ও টুইটারে ফিরে আসার কথা বলছিলেন। অবশেষে ট্রাম্প স্তব্ধতা ভেঙে ফেসবুকের মঞ্চে হাজির হলেন।

পাশাপাশি চালু করেছেন তার ইউটিউব একাউন্টও। সেটিও নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। ফেসবুকে যে ভিডিও তিনি আপলোড করেছেন, তা ইউটিউবেও পোস্ট করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।