ডেস্ক নিউজ: লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস তাদের ঈদ কালেকশন ও নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজন করেছিল ফ্যাশন শোয়ের। যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে উদ্বোধন করা হয় কিউরিয়াসের পঞ্চম আউটলেট। একই সাথে এক ফ্যাশন শোয়ের মাধ্যমে উপস্থাপন করা হয় ব্র্যান্ডটির এবারের ঈদ কালেকশন। এর আগে কিউরিয়াসের যমুনা আউটলেট উদ্বোধন করেন ডেকো লেগ্যাসি গ্রুপের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরণ ও নিলুফার হোসেন।
কিউরিয়াসের প্রধান ডিজাইনার চন্দ্র শেখর সাহা জানান, এই ঈদে বিখ্যাত ‘ওয়াজেদ আলী শাহ পাঞ্জাবি অনসম্বল’ নিয়ে এসেছে কিউরিয়াস। এসব পাঞ্জাবিতে সূচিকর্মের মাধ্যমে পুরনো মোটিফগুলোকে চিত্রিত করা হয়েছে। হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি ও ‘আডামো’ পাঞ্জাবির সংগ্রহকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও উজ্জ্বল ও প্রাণবন্ত সব রঙয়ের সিল্কের পাঞ্জাবি ও ভারি এমব্রয়ডারির শাড়ির সমন্বয় লক্ষ করা গেছে এ বছরের কিউরিয়াসের ঈদ সংগ্রহে। গ্রীষ্ম ঋতুকে প্রাধান্য দিয়ে ঈদের কালেকশনে একটি বিশেষ সংগ্রহ রয়েছে যা তৈরি হয়েছে সুতি কাপড় দিয়ে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।