ডেস্ক নিউজ: আজ ২৮ বছর পূর্ণ হয়েছে পেসার তাসকিন আহমেদের। নিজের জন্মদিনেই বড় ধাক্কা খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
চোটের কারণে সোমবার সকালে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনে ভুগছেন। পুরোপুরি সুস্থ হতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন তাসকিন। আশায় ছিলেন টেস্ট ম্যাচের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার অনুশীলন করেননি। মূলত ঢাকা টেস্টে খেলার মতো অবস্থানে নেই বলেই দর্শক হয়ে পড়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।