সতর্ক পুলিশ

Daily Ajker Sylhet

newsup

০৩ এপ্রি ২০২৩, ০২:২৫ অপরাহ্ণ


সতর্ক পুলিশ

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হলে সম্ভাব্য বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য সতর্ক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পুলিশ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প আশঙ্কা করছেন, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা থেকে তিনি সমর্থকদের প্রতিবাদেরও আহ্বান জানিয়েছে।

ম্যানহাটনের প্রসিকিউটর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করতে পারেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদানের তদন্ত চলছে তার বিরুদ্ধে। তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

যদি ট্রাম্পকে অভিযুক্ত করা হয় তাহলে কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হবে প্রথম ফৌজদারি মামলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।