যুক্তরাজ্যে বসবাসরত ৯৪ এসএসসি উত্তীর্নদের ইফতার সম্পন্ন - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

যুক্তরাজ্যে বসবাসরত ৯৪ এসএসসি উত্তীর্নদের ইফতার সম্পন্ন

newsup
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
যুক্তরাজ্যে বসবাসরত ৯৪ এসএসসি উত্তীর্নদের ইফতার সম্পন্ন

লন্ডন অফিস :
লন্ডনে ইউকে-৯৪ এসএসসি গ্রুপের ইফতার অনুষ্ঠিত ।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি উত্তীর্ন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “ইউকে ৯৪” গ্রুপের উদ্দোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের এক অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে “ইউকে ৯৪” গ্রুপের বন্ধুদের মধ্যে উপস্তিত ছিলেন সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন, মোঃ সুয়েজ মিয়া, মিসবাহ মাসুম, সৈয়দ ফয়জুল ইসলাম, বিপ্লব দত্ত, শাহ আলম সুজন, নাহিদ জায়গিরদার, হাশমি আহমেদ, মোহাম্মদ ফয়সল,জন আহমেদ, শফিউল ইসলাম, আব্দুর রহমান, আমিনুল ইসলাম দীনু, শফিকুল ইসলাম, সোলায়মান আহমেদ, আশাফুল এনাম, অপু ইসলাম, সাঈফ রহমান, তৌহিদ হুসাইন, শাহীন সরোয়ার, আলী রেজা, কবির আহমেদ, আশিকুর রহমান ভানী প্রমুখ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।