লন্ডন প্রতিনিধি: দীর্ঘদিনের বিক্ষোভ উপেক্ষা করে অবসরের বয়স ৬২ থেকে ৬৪ তে উন্নীত করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির সাংবিধানিক আদালতের অনুমোদন পাওয়ার পরপরই শনিবার (১৫ এপ্রিল) পেনশন ব্যবস্থার সংস্কারে নতুন এই আইন প্রণয়ন করেন তিনি।
ফ্রান্সের নয় সদস্যের সাংবিধানিক আদালত শুক্রবার ম্যাক্রোঁর এমন পরিকল্পনার অনুমোদন দেয়। সংস্কার পরিকল্পনাটির জেরে প্রায় এক মাস ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।
সাংবিধানিক আদালতের মতে, ফরাসি আইন মেনেই পরিকল্পনাটির অনুমোদন দিয়েছে তারা। তবে বড় কোম্পানিগুলোর ৫৫ বছরের উর্ধ্বে কর্মরত কর্মীর সংখ্যা প্রকাশ এবং প্রবীন কর্মীদের জন্য বিশেষ আইন প্রণয়নসহ পেনশন সংস্কারে সরকারের ৬টি প্রস্তাবনা বাতিল করেছে আদালত।
রায় ঘোষণার পর দেশটির কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। ইউনিয়ন নেতারা আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঘিরে (১ মে) গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।