ডেস্ক নিউজ: প্রযুক্তি পণ্যের বাজারে সময়টা খারাপ যাচ্ছে। ছয় মাস আগে যার নিম্নগতি শুরু হয়েছিল, এখনও সেই গতি মাথা তোলেনি। বরং আরও নিচের দিকেই নামছে যেন। সর্বশেষ ভরসা ছিল ঈদ। ব্যবসায়ীরা ভেবেছিলেন ঈদে বাজারটা উঠতে পারে। কিন্তু দেখা গেছে উল্টোচিত্র, বাজার ওঠেনি।
দেশে ডলার সংকট, ঋণপত্র খুলতে না পারা, মোবাইল ফোন ও ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ ইত্যাদি কারণে মোবাইল ফোনের দাম বেড়ে গেছে, দাম বেড়েছে ল্যাপটপেরও। এ দুটি প্রযুক্তি পণ্য এখন অনেকটাই সাধারণের নাগালের বাইরে।
দেশের মোবাইল ফোন উৎপাদকদের সংগঠন বিএমপিআইএ’র সাধারণ সম্পাদক জাকারিয়া শাহিদ বলেন, মোবাইল ফোনের বাজার খুব খারাপ। কবে ভালো হবে বা আর কতদিন এমন খারাপ অবস্থা চলবে জানি না।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক তথ্যে দেখা গেছে, গত মার্চ মাসে (৯ এপ্রিল তারিখ পর্যন্ত আপডেটেড) দেশে টু-জি মোবাইল ফোন তৈরি হয়েছে ১১ লাখ ৭৭ হাজার পিস। ফেব্রুয়ারি মাসে যা ছিল ১৬ লাখ ৬৯ হাজার। দেশে থ্রি-জি মোবাইল ফোনের উৎপাদন বন্ধ হয়ে গেছে। একই মাসে ফোর-জি ফোন তৈরি হয়েছে ৫ লাখ ৭০ হাজার। আর ফাইভ-জি ফোনের সংখ্যা ৩ হাজার।
বেশ দীর্ঘ সময় ধরে বাজারে একটা-দুটো ব্র্যান্ড ছাড়া কারোরই নতুন মডেলের সেট নেই। নতুন দুই একটি মডেলে বাজারে এসে সাড়া ফেলতে পারেনি। দাম বেশি বলে ক্রেতাদের আগ্রহ কম বলে জানা গেছে বাজার সূত্রে। কোনও কোনও ব্র্যান্ড মোবাইলের দাম কমিয়েও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পায়নি। ফলে বাজারের সার্বিক চিত্র হতাশাজনক বলে মন্তব্য করেছেন ট্রানশান বাংলাদেশের (আইটেল, ইনফিনিক্স ও টেকনো মোবাইলের উৎপাদক) প্রধান নির্বাহী রেজওয়ানুল হক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য ঈদ মৌসুমের তুলনায় এবার অন্তত ২০ শতাংশ বিক্রি কম হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।