কোন মুখে কেমন ভ্রু মানানসই

Daily Ajker Sylhet

newsup

২৭ এপ্রি ২০২৩, ০১:৩৫ অপরাহ্ণ


কোন মুখে কেমন ভ্রু মানানসই

ডেস্ক নিউজ: চোখের ভাষা নিয়ন্ত্রণ করতে ভ্রু জোড়ার অবদান কম নয়। চোখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে মানানসই ভ্রুর ওপর। রূপ বিশেষজ্ঞ মহুয়া আহমেদ জানাচ্ছেন কোন মুখে কেমন ভ্রু মানানসই সে বিষয়ে।

যাদের মুখের আকৃতি গোলগাল তারা ভি আকৃতি করে প্লাক করতে পারেন ভ্রু। চেহারার গোল ভাবটা কমে যাবে অনেকটা। ভিন্ন আবেদন আছে জোড়া ভ্রুর। তাই যাদের ভ্রু জোড়া তারা অক্ষত রাখতে পারেন জোড়ার অংশটি।
যাদের ভ্রু পাতলা তারা ঘন ঘন প্লাক করবেন না। ভ্রু প্লাক করার সময় হঠাৎ চিকন হয়ে গেলে বেশ কিছুদিন বিরতি দিয়ে তারপর আবার প্লাক করুন ভ্রু।

খুব সূক্ষ্ম ভ্রু রুঢ়তা নিয়ে আসে চোখের ভাষায়। তাই আপনার মুখ ও চোখের সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রু তুলুন।
ইদানীং আবার আগের মতো মোটা ভ্রু রাখার প্রচলন দেখা যাচ্ছে। তাই যেমন আকৃতিই হোক, খানিকটা মোটা রাখতে পারেন ভ্রু।
ভ্রু চিকন হলে পেনসিল দিয়ে এঁকে নিন। মোটা হলে আঁকার প্রয়োজন নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।