রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিম ব্যর্থ: ল্যাভরভ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:১০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিম ব্যর্থ: ল্যাভরভ

newsup
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৩
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিম ব্যর্থ: ল্যাভরভ

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়াকে একঘরে করতে পশ্চিম ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশই মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। শনিবার (২৯ এপ্রিল) একটি অনলাইন সম্মেলনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে ল্যাভরভ জানান, বিশ্ব শক্তি কয়েকভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্তিকরণ থেকে পিছু হঠার সুযোগ নেই।

তিনি বলেন, ‘বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ সাবেক ঔপনিবেশিক শক্তিধর দেশগুলোকে অনুসরণ করে রাশিয়ার বিপক্ষে যেতে নারাজ’।

ইউরেশিয়া, ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ বেশ কিছু অঞ্চল নতুন করে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। জানান, এসব অঞ্চল ইতোমধ্যে স্বাধীনভাবে তাদের জাতীয় স্বার্থের দিকে মনোযোগী হয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

এ ছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপকে অতিরঞ্জিত বলেও আখ্যা দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।