সিঙ্গাপুরের সঙ্গে দর্শকভর্তি গ্যালারিও বাংলাদেশের চ্যালেঞ্জ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১২, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুরের সঙ্গে দর্শকভর্তি গ্যালারিও বাংলাদেশের চ্যালেঞ্জ

newsup
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৩
সিঙ্গাপুরের সঙ্গে দর্শকভর্তি গ্যালারিও বাংলাদেশের চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ: সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামের আসন সংখ্যা ৬ হাজার। এই মাঠে আগামীকাল রবিবার বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দল মুখোমুখি হতে যাচ্ছে। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটিকে ঘিরে উত্তেজনা কম নয়। এরই মধ্যে ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে! প্রবাসী সমর্থকদের একটি অংশ থাকার সম্ভাবনা রয়েছে। তাদের উপস্থিতিতেই স্বাগতিকদের হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে চাইছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ‘ডি’ গ্রুপের দ্বৈরথের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সংগ্রহ সমান ৩টি করে পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে স্বাগতিকরা (+৭)। বাংলাদেশ +৬ গোল নিয়ে অবস্থান করছে দুইয়ে।

রবিবার বাংলাদেশ ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠে যাবে সিঙ্গাপুর। তাই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের একাধিক কুশলী ফুটবলার রয়েছে। আমরা অবশ্য সেদিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, মনোযোগ দিচ্ছি নিজেদের স্বাভাবিক খেলাটার দিকে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।