শাহানারা নাসের লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শাহানারা নাসের লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত

newsup
প্রকাশিত মে ৮, ২০২৩
শাহানারা নাসের লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত

শাহানারা নাসের লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত

নিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহানারা নাসের ( মমতা)। প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৫২৫। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

তিনি লুটনের কমিউনিটি এক্টিভিস্ট, সাবেক শিক্ষক শাহ আবু নাসের ( সাজন) এর সহধর্মীনি।

কাউন্সিলর নির্বাচিত হয়ে শাহানারা নাসের তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে তিনি – লুটনের সেইন্টস ওয়ার্ডে প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে একটি আধুনিক ওয়ার্ড গড়ার অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার (৪ মে ২০২৩ )স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত।

এবারের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টির মনোনয়নে দেড় শতাধিক ব্রিটিশ বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। লুটন সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।

এবারের স্থানীয় সরকার নির্বাচনে পুরো যুক্তরাজ্যে মেট্রোপলিটন, ডিস্ট্রিক্ট, ইউনিটারি, বার কাউন্সিলসহ ২৩০টি কাউন্সিলে এবং ৪টি কাউন্সিলের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার পাশাপাশি অনেক ভোটার পোস্টাল ও প্রক্সি ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।