এক নীলাভ জগৎ - BANGLANEWSUS.COM
  • ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

এক নীলাভ জগৎ

newsup
প্রকাশিত মে ১০, ২০২৩
এক নীলাভ জগৎ

ডেস্ক নিউজ: কেন্দ্রবিন্দুতে থাকে সি লাইফ ওশেন ওয়ার্ল্ড। এর আরেক নাম সিয়াম ওশেন ওয়ার্ল্ড। রহস্যময় সমুদ্রের তলদেশে না গিয়েও সেই স্বাদ নেওয়ার সব ব্যবস্থা রয়েছে এতে।

সিয়াম প্যারাগন শপিং মলের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়েছে সি লাইফ। এখানে নীলাভ আলোয় মনে হবে হয়তো সমুদ্রের নিচেই হেঁটে চলেছেন!

সমুদ্রের অধিকাংশ মাছ, প্রাণী, কচ্ছপ, হাঙর, অক্টোপাস, জেলিফিশ, পাইথন, গ্রিন স্নেক সংরক্ষিত রয়েছে এই অ্যাকুরিয়ামে। এমনকি চোখে পড়বে পেঙ্গুইন।

বিভিন্ন জোনে ভাগ করে সমুদ্র উপভোগ করতে পারেন পর্যটকরা। ওশেইন টানেল দিয়ে যাওয়ার সময় চারপাশে ঘুরতে থাকবে অসংখ্য সামুদ্রিক মাছ ও ছোটবড় হাঙর। পর্যটকরা চাইলে বাড়তি টাকা খরচ করে বিরাট এই অ্যাক্যুরিয়ামে নেমে হাঙরকে সঙ্গে রেখে ছবি তুলতে পারবেন।

নীলাভ এই জগতে হারিয়ে যেতে মন চাইবে ছোটবড় সবার। শিশু-কিশোরদের মধ্যেই সি লাইফ বেশি জনপ্রিয়

জনপ্রতি টিকিটের মূল্য কমপক্ষে ৭০০ বাথ (২১০০ টাকা)। স্থানীয় এজেন্টদের মাধ্যমে কাটলে কম দামে পাওয়া যায় টিকিট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে সি লাইফ। তবে রাত ৮টা পর্যন্ত ঢোকা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।