আলু রফতানিতে নগদ সহায়তা মিলবে ইপিবির সনদে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪৩, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আলু রফতানিতে নগদ সহায়তা মিলবে ইপিবির সনদে

newsup
প্রকাশিত মে ১১, ২০২৩
আলু রফতানিতে নগদ সহায়তা মিলবে ইপিবির সনদে

ডেস্ক নিউজ: রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রফতানি খাতে নগদ সহায়তা দেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন আলু রফতানিতে নগদ সহায়তার জন্য বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র লাগতো। কিন্তু আদালতে রিটের কারণে সৃষ্ট জটিলতা নিরসন ও সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশে অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রফতানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রফতানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।